বিক্ষোভের ইন্ধন দিচ্ছে কংগ্রেস : মোদি
ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দেশটির বিভিন্ন রাজ্যে বিক্ষোভ চলছে। তবে নিজের অবস্থান বদল করতে নারাজ দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বরং তাঁর অভিযোগ, কংগ্রেসসহ ভারতের বিরোধী রাজনৈতিকদলগুলোর ইন্ধনে এসব বিক্ষোভ হচ্ছে।
আজ রোববার ঝাড়খণ্ড রাজ্যের দুমকায় আয়োজিত সভায় মোদি বলেন, ‘বিক্ষোভের ছবিই বলে দিচ্ছে সঠিক পদক্ষেপ করেছে সংসদ।’
ভারতের প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশের নির্যাতিত শরণার্থীদের জন্য আইনটি করা হয়েছে বলে মনে করিয়ে দেন নরেন্দ্র মোদি। তিনি আরও বলেন, ‘পরিবার, বন্ধু সব কিছু ছেড়ে শরণার্থীর জীবন কাটাচ্ছেন ওরা। তাঁদের সম্মানের জীবন দিতে সংসদের দুই কক্ষে বিল পাস করানো হয়েছে।’ গোটা বিক্ষোভে বিরোধীদের মদদ রয়েছে বলেও দাবি করেন মোদি।
নরেন্দ্র মোদি বলেন, ‘কংগ্রেস ও তাঁর সঙ্গীরা কী করছে একবার দেখুন। ওরা হট্টগোল করছে। ওদের কথা কেউ শুনছে না দেখে আগুন লাগাচ্ছে। দেশে আগুন লাগাচ্ছে।' নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় বিক্ষোভের পরও তিনি যে এক চুলও অবস্থান বদলাবেন না সেটা স্পষ্ট করে দিলেন মোদি। তিনি বলেন, ‘টিভিতে ছবি দেখতে পাচ্ছি। ওদের পোশাক থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে। কংগ্রেস ও তার সঙ্গীরা আমাদের বিরোধীরা সব কিছুকেই সমর্থন দিচ্ছে। কিন্তু মানুষ এসব ছবি দেখে বুঝতে পারছেন, দেশকে বাঁচিয়েছে মোদি ও সংসদ।''
আসামে নাগরিকত্ব আইনের প্রতিবাদে চলছে তুমুল বিক্ষোভ। ওই বিক্ষোভ কংগ্রেসের ষড়যন্ত্র বলে অভিযোগ করেছেন মোদি। তাঁর ভাষায়, ‘কংগ্রেস ও তাদের সমর্থকরা আগুন ছড়াচ্ছে। তাদের কেউ পাত্তা না দিলে তাণ্ডব শুরু করে দেয়।’