বিজয়ের সুবর্ণজয়ন্তীতে যে বার্তা নরেন্দ্র মোদির
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
আজ সকালে এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী লেখেন, ‘৫০তম বিজয় দিবসে আমি (বীর) মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা এবং ভারতীয় সশস্ত্র বাহিনীর সাহসীদের মহান বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করছি। একসঙ্গে আমরা অত্যাচারী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করেছি এবং তাদের পরাজিত করেছি। ঢাকায় ভারতীয় রাষ্ট্রপতির উপস্থিতি প্রত্যেক ভারতীয়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।’
এ ছাড়া বিজয় দিবসে একটি ঐতিহাসিক ছবি দিয়ে টুইট করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও। তিনি লিখেছেন, ‘এই দিন, সেই বছর।’
বিজয়ের সুবর্ণজয়ন্তীতে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ৷ সে আমন্ত্রণ রক্ষা করে তিন দিনের সফরে গতকাল বুধবার ঢাকা এসেছেন ভারতের রাষ্ট্রপতি৷
আজ বৃহস্পতিবার বিজয় দিবসে ঢাকায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে সম্মাননীয় অতিথি হিসেবে বিজয় দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি।
এর আগে গতকাল বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে পৃথক বৈঠক করেন ভারতের রাষ্ট্রপতি।