বিতর্কিত ভূখণ্ড ছাড়তে আর্মেনিয়াকে আরো কয়েকদিন সময় দিল আজারবাইজান
বিতর্কিত নাগর্নো-কারাবাখ অঞ্চলের সীমান্তবর্তী ভূখণ্ড ছেড়ে চলে যাওয়ার জন্য আর্মেনিয়াকে দেওয়া সময়সীমা আরো ১০ দিন বাড়িয়েছে আজারবাইজান। রাশিয়ার মধ্যস্থতায় দুদেশের মধ্যে স্বাক্ষরিত সাম্প্রতিক এক শান্তি চুক্তি অনুযায়ী গতকাল ১৫ নভেম্বরের মধ্যে কালবাজার এলাকা খালি করে আর্মেনীয় বংশোদ্ভূতদের চলে যাওয়ার কথা ছিল। সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি ও সংবাদমাধ্যম পার্স টুডে এ খবর জানিয়েছে।
কয়েক দশক ধরে আর্মেনীয় বংশোদ্ভূতরা আজারবাইজানের কালবাজার এলাকাটি নিয়ন্ত্রণ করছিল। সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে ছয় সপ্তাহের রক্তক্ষয়ী সংঘর্ষে হাজার হাজার মানুষ নিহত হওয়ার পর আর্মেনিয়া ওই ভূখণ্ড ছেড়ে যেতে রাজি হয়।
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হিকমত হাজিয়েভ গতকাল রোববার রাজধানী বাকুতে বলেছেন, ‘আর্মেনীয় সেনা ও অবৈধ আর্মেনীয় বসতি স্থাপনকারীদের কালবাজার ডিস্ট্রিক্ট থেকে চলে যাওয়ার জন্য আজারবাইজান ২৫ নভেম্বর পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে।’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আহ্বানে সাড়া দিয়ে মানবিক কারণে প্রেসিডেন্ট আলিয়েভ এই সময়সীমা বাড়িয়েছেন বলে জানান হাজিয়েভ।
হিকমত হাজিয়েভ আরো বলেন, আবহাওয়া দিন দিন খারাপ হচ্ছে এবং কালবাজার থেকে আর্মেনিয়া যাওয়ার একমাত্র সড়কটির ধারণক্ষমতাও কম। সব মিলে আর্মেনীয়রা যাতে ভালোভাবে চলে যেতে পারে সেজন্য এই সময়সীমা বাড়ানো হয়েছে।
কালবাজারে এতদিন ধরে বসবাসকারী অভিবাসীদের তাদের সহায়সম্বল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা গেছে। অনেকে তাদের ঘরবাড়িতে আগুন ধরিয়ে দিচ্ছে, যাতে এসব বাড়িতে আজারবাইজানের নাগরিকেরা এসে বসবাস করতে না পারে।