বিমানকাণ্ড : ইউরোপীয় ইউনিয়নের আকাশে নিষিদ্ধ বেলারুশ
একটি ফ্লাইটকে রাষ্ট্রীয়ভাবে হুমকি দিয়ে যাত্রাপথ পরিবর্তন করতে বাধ্য করা এবং একজন সাংবাদিককে আটক করার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ ঘটনার জেরে বেলারুশের বিমানগুলোকে আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য জানানো হয়।
পাশাপাশি বেলারুশের আকাশসীমাও ইউরোপের কোনো দেশকে ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গতকাল সোমবার বেলারুশের প্রেসিডেন্ট আলেজান্দ্রো লুকাশেঙ্কোর কট্টর সমালোচক রোমান প্রতাসেভিচ (২৬) গ্রিসের এথেন্স থেকে লিথুয়ানিয়া যাওয়ার পথে, তাঁকে বহনকারী বিমানটি যুদ্ধবিমান পাঠিয়ে জোরপূর্বক বেলারুশের রাজধানী মিনস্কে অবতরণ করানো হয়। এরপর রোমান প্রতাসেভিচকে আটকও করা হয়।
বেলারুশের বিরুদ্ধে রায়ান এয়ারের বিমান ‘হাইজ্যাকের’ মতো নজিরবিহীন ঘটনার পর, ইউরোপীয় ইউনিয়নভূক্ত ২৭ দেশের নেতারা ব্রাসেলসে বৈঠক করে বেলারুশের বিরুদ্ধে এমন নিষেধাজ্ঞা আরোপ করল।