বিমানের ভেতর কবুতর, যাত্রীদের উত্তেজনায় উড্ডয়নে দেরি (ভিডিওসহ)

Looks like you've blocked notifications!

উড্ডয়নের জন্য তৈরিই ছিল বিমানটি। কিন্তু এর মধ্যেই ঘটে বিপত্তি। বিমানের ভেতর হঠাৎ করে ঢুকে পড়ে একটি কবুতর, ছোটাছুটি করতে থাকে বিমানের ভেতরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সঙ্গে সঙ্গে পাখিটি ঘিরে বিমানযাত্রীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কেউ কেউ কবুতরটি ধরার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হন। কেউ আবার সেটি ক্যামেরায় ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন। এদিকে এ ঘটনার জন্য বিমানটির উড্ডয়নে আধা ঘণ্টা দেরি হয় বলে জানা যায়।

ভারতের মুম্বাইভিত্তিক বিমান গোএয়ারের আহমেদাবাদ থেকে জয়পুরগামী একটি ফ্লাইটে এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে আজ শনিবার এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, কবুতরটি দেখার জন্য যাত্রীদের অনেকেই তাঁদের আসন থেকে দাঁড়িয়ে যান। তবে অনেকেই বিমান ক্রুদের অনুরোধ করেন, কোনো দরজা খুলে যেন কবুতরটিকে বের হয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়।

এদিকে এ ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এর মধ্যে প্রশান্ত নামের এক টুইটার ব্যবহারকারী কবুতরটির ভিডিও পোস্ট করে জানান, এ ঘটনায় বিমানযাত্রীদের মধ্যে উত্তেজনার কারণে বিমানটি ৩০ মিনিট বিলম্বে ছেড়ে যায়।