বিশ্বজুড়ে করোনায় প্রাণহানি ৪২ লাখ ৩৫ হাজার ছাড়াল 

Looks like you've blocked notifications!

বিশ্বে মহামারি করোনাভাইরাসের নতুন ডেলটা ধরনের কারণে প্রতিদিনই বাড়ছে রোগী ও আক্রান্তদের মৃত্যু সংখ্যা। বর্তমানে ডেলটার নতুন ধরন ডেলটা প্লাস’ও শনাক্ত হয়েছে। 

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিনস বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, আজ মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট মৃতের সংখ্যা ৪২ লাখ ৩৫ হাজার ৪৪৯ জন এবং মোট আক্রান্তের সংখ্যা ১৯ কোটি ৮৮ লাখ ৯১ হাজার ৩৪০ জনে দাঁড়িয়েছে।

এ পর্যন্ত বিশ্বজুড়ে মোট ৪১৪ কোটি ৬০ লাখ ৫৭ হাজার ৪৫৬ ডোজ করোনার টিকা প্রদান করা হয়েছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা তিন কোটি ৫১ লাখ ৩১ হাজার ৩৯৩ জন এবং মৃত্যুবরণ করেছে ছয় লাখ ১৩ হাজার ৬৭৯ জন।

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে পাঁচ লাখ ৫৭ হাজার ২২৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৯৯ লাখ ৫৩ হাজার ৫০১ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

এদিকে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা তিন কোটি ১৬ লাখ ৯৫ হাজার ৯৫৮ জন। একই সময়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ২৪ হাজার ৭৭৩ জনে।

 বাংলাদেশ পরিস্থিতি

গতকাল সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, করোনা সংক্রমণের  দ্বিতীয়  ঢেউয়ের মাঝে দেশে আরও ২৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২১ হাজার ১৬২ জনে পৌঁছেছে। একদিনে  করোনা শনাক্ত হয়েছে আরও ১৫ হাজার ৯৮৯ জনের। এ নিয়ে আক্রান্তের সংখ্যা  ১২ লাখ  ৮০ হাজার ৩১৭ জনে দাঁড়িয়েছে।

গত ২৪ ঘণ্টায়  ৫৩ হাজার  ৪৬২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এই সময় শনাক্তের হার ২৯ দশমিক ৯১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর হার ১.৬৫ শতাংশ। অদ্যাবধি সুস্থ হয়েছে ১১ লাখ ৮ হাজার ৭৪৮জন।  সুস্থতার হার  ৮৬. ৬০ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৭৬ জন, খুলনা বিভাগে ৩০ জন,  চট্টগ্রামে ৬৪ জন, রংপুরে ১৪ জন, বরিশালে  ১৬ জন, সিলেটে  ১৪  জন, রাজশাহীতে ২২ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।