বিশ্বের উচ্চতম ভবন নির্মাণের পরিকল্পনা সৌদি আরবের
বিশ্বের সবচেয়ে উঁচু ভবন নির্মাণে ৫০০ বিলিয়ন মার্কিন ডলারের পরিকল্পনা হাতে নিয়েছে সৌদি আরব। প্রায় ৫০০ মিটার অর্থাৎ এক হাজার ৬৪০ ফুট উঁচু ভবন নিওমের পরিকল্পনাটি সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের। সূত্রের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম ব্লুমবার্গ এসব তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বুধবার এমনটি জানিয়েছে।
সৌদি আরবের কম বসতিপূর্ণ এলাকায় ভবনটি করা হবে। এর নির্মাণ পরিকল্পনায় সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৫০০ বিলিয়ন অর্থাৎ ৫০ হাজার কোটি মার্কিন ডলার।
লোহিত সাগরের উপকূল হয়ে মরুভূমি পর্যন্ত বিস্তৃত এই মেগা কমপ্লেক্সটিতে আবাসিক ও বাণিজ্যিক উভয় ধরনের ব্যবস্থা থাকবে। শুধু উঁচুই নয়, স্থলের আয়তনের ব্যপ্তিও কিলোমিটারজুড়ে থাকবে বলেও ব্লুমবার্গের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ জানায়, আধা মাইল জায়গাজুড়ে নকশা করার জন্য এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।