বিশ্বের শীর্ষ চিন্তাবিদের তালিকায় বাংলাদেশি স্থপতি মেরিনা, ভোট চলছে
মহামারি নভেল করোনাভাইরাসের সময়ে বিশ্বের শীর্ষ বিজ্ঞানী, দার্শনিক, লেখক ও গুরুত্বপূর্ণ কাজ করা ব্যক্তিদের তালিকা করছে যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক বিখ্যাত সাময়িকী প্রসপেক্ট। এ উপলক্ষে অনলাইনে সর্বসাধারণের ভোট নেওয়া হচ্ছে।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন, ব্রিটিশ লেখক উইলিয়াম ডালরিম্পল, ভ্যাকসিনোলজিস্ট সারাহ গিলবার্ট ও মার্কিন দার্শনিক কর্নেল ওয়েস্টসহ আরো অনেকে এবারের তালিকায় রয়েছেন। পাঠকের ভোটের মাধ্যমে ২০০৪ সাল থেকে প্রতিবছর বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের নাম ঘোষণা করে প্রসপেক্ট।
প্রসপেক্ট জানায়, পরিবেশবান্ধব স্থাপত্য নিয়ে কাজ করে বিশ্ব পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে মেরিনা তাবাসসুমের। মেরিনা ঢাকার উত্তরার ফায়দাবাদে টেরাকোটা ইটে নির্মিত সুলতানি আমলের বাইতুর রউফ মসজিদের নকশা করে স্বনামধন্য ‘আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার’ লাভ করেন।
মেরিনা তাবাসসুমকে ভোট দিতে নিচের লিঙ্কে ঢুকে মেরিনা তাবাসসুমের নাম সিলেক্ট করে সাবমিট করতে হবে > https://www.prospectmagazine.co.uk/magazine/2020-thinker