বিশ্বে করোনায় মৃত্যু ৮ লাখ ১৯ হাজারের বেশি

Looks like you've blocked notifications!
বিশ্বব্যাপী করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ১৯ হাজার ৪০৭ জনে। ছবি : সংগৃহীত

বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা বাড়ছেই। শেষ খবর অনুযায়ী, আজ মঙ্গলবার রাতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে আট লাখ ১৯ হাজার ৪০৭ জনে। বিশ্বব্যাপী করোনাভাইরাসের সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হয়েছে বিশ্বের দুই কোটি ৩৯ লাখ ১৬ হাজার ৫৯৪ জন। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৫৪ হাজার ১০৫ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৬১৭ জন আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত এক কোটি ৬৪ লাখ ২৪ হাজার ৬৮২ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় দেশে আরো ৪৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে চার হাজার ২৮ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো দুই হাজার ৫৪৫ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট দুই লাখ ৯৯ হাজার ৬২৮ জন করোনায় আক্রান্ত হয়েছে। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে তিন হাজার ৮৮১ জন। এ নিয়ে দেশে মোট এক লাখ ৮৬ হাজার ৭৫৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ২৪ ঘণ্টায় ৯১টি ল্যাবে ১৪ হাজার ১৫৩টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৪ হাজার ৭৮৮টি।

২৪ ঘণ্টায় নতুন ৪৫ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৩। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে তিন হাজার ১৬৯ জন ও নারী ৮৫৯ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ছয়জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১০ জন ও ষাটোর্ধ্ব ২৭ জন রয়েছে। 

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে ঢাকা বিভাগে ২৫ জন, চট্টগ্রাম বিভাগে নয়জন, রাজশাহী বিভাগে দুজন, খুলনা বিভাগে চারজন, বরিশাল বিভাগে দুজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে দুজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছে ৪৪ জন এবং বাড়িতে একজন।

দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়। এ পর্যন্ত দেশে মোট ১৪ লাখ ৭০ হাজার ১৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।