বিশ্বে করোনা শনাক্ত ছাড়াল ৪৪ কোটি

Looks like you've blocked notifications!
নভেল করোনাভাইরাস শনাক্তের প্রতীকী ছবি।

বিশ্বে নভেল করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ৪৪ কোটি ছাড়িয়েছে। শেষ ২৪ ঘণ্টায় এ ভাইরাসে সংক্রমিত হয়েছে ১৪ লাখ ৬২ হাজার ৫৯৯ জন। এর আগের দিন ১৭ লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়। এ ছাড়া শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছে সাত হাজার ৫১৬ জন।

আজ বৃহস্পতিবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারসের শেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, এ পর্যন্ত বিশ্বে মোট ৪৪ কোটি ছয় লাখ ৩৭ হাজার ৯২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সংক্রমিতদের মধ্য থেকে সুস্থতা ফিরে পেয়েছে ৩৭ কোটি ৩১ লাখ আট হাজার ৫৭৩ জন। আর, মারা গেছে ৫৯ লাখ ৯৩ হাজার ৪৩ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় মেক্সিকোতে সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে। এদিন দেশটিতে ১২ হাজার ৩৪২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। মৃত্যুর দিক দিয়ে মেক্সিকোর পরেই রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়ার নাম।

নতুন করে শনাক্তের সংখ্যার দিক দিয়ে প্রথম অবস্থানে আছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে শেষ ২৪ ঘণ্টায় এক লাখ ৯৮ হাজার ৮০২ জন শনাক্ত হয়েছেন। এ ছাড়া জাপানে ৭১ হাজার ৫৭০, অস্ট্রেলিয়ায় ৩২ হাজার ২০০, থাইল্যান্ডে ২৩ হাজার ৬১৮ এবং নিউজিল্যান্ডে ২৩ হাজার ১৮০ জন শনাক্ত হন।