বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানে নাচলেন মমতা
গতকাল মঙ্গলবার ছিল বিশ্ব আদিবাসী দিবস। এদিন পশ্চিমবঙ্গের জনজাতি–অধ্যুষিত অরণ্য শহর ঝাড়গ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সেই অনুষ্ঠানে মমতা জনজাতির নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেন। গতকাল দুপুরে ঝাড়গ্রাম স্টেডিয়ামে আয়োজন করা হয় বিশ্ব আদিবাসী দিবসের অনুষ্ঠানের।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়, অনুষ্ঠানে জনজাতির নৃত্যের সঙ্গে পা মেলান মমতা। তিনি ঐতিহ্যবাহী পাঞ্চি শাড়ি নিজের গায়ে জড়িয়ে নেন। মমতার শরীরে এই ঐতিহ্যবাহী শাড়ি জড়িয়ে দেন জনজাতি সম্প্রদায়ের নেত্রী ও রাজ্যের বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা।
জেলা প্রশাসক জয়সি দাশগুপ্তও এ সময় ছিলেন। এই শাড়ি পরেই কিছু সময় ধামসা মাদলের তালে তালে নাচেনও মুখ্যমন্ত্রী মমতা। একপর্যায়ে হাতে নিয়ে বাজান ঝুনঝুনিও।
এ অনুষ্ঠানে মমতা বলেন, ঝাড়গ্রামের বিধানসভার পাঁচটি আসনেই এবার জয়ী হয়েছে তৃণমূল। ঝাড়গ্রামবাসীকে অভিনন্দন জানাতেই তিনি এখানে হাজির হন। যদিও লোকসভার এই ঝাড়গ্রামের একটি আসনে ২০১৯ সালের নির্বাচনে জিতেছিলেন বিজেপি প্রার্থী।