বিশ্ব দেখল ‘শয়তানের লাল শিং’!
ভোরের আকাশে লালরঙা দুই শিং। হঠাৎ নজরে এলে যে কেউ ভড়কে যাবেন। মনে হবে, এ বাস্তব নয়। যেন রুপালি পর্দার দৃশ্য। কিন্তু না, এ যে সত্যিই দেখা গেল আকাশে। আর সেই মহাজাগতিক দৃশ্য দেখল পুরো বিশ্ব!
ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজের প্রতিবেদন জানায়, গত বছরের ২৬ ডিসেম্বর ভারতীয় উপমহাদেশ সূর্যগ্রহণকে চাক্ষুস করতে ব্যস্ত, ঠিক তখনই কাতারের আল ওয়াকরাহ শহরের ভোরের দিগন্তে ফুটে ওঠে এক জোড়া লাল শিং। আর এক ফটোগ্রাফারের ক্যামেরাতে বন্দি হয় সেই অপূর্ব দৃশ্য। দৃশ্যটি ‘ডেভিলস হর্ন’ বা ‘শয়তানের শিং’ নামে পরিচিত।
প্রতিবেদনে বলা হয়েছে, আল ওয়াকরাহে ওই সময় ভোর। একটু একটু উঠে আসছে ভোরের সূর্য। তাতে লাল রঙের আভা। তবে পুরো গোলাকার নয়, সূর্যের উপরের দিকের অংশ ঢেকে আছে চাঁদে। আর এর ফলেই শিঙের আকার ধারণ করে সূর্য।
সেই গ্রহণ লাগা সূর্যের উদয় চোখে পড়ে আলোকচিত্রী এলিয়ান ক্যাসিওটিসের। দেরি না করে মুহূর্তেই ক্যামেরাবন্দি করেন ওই দৃশ্য। পরে ছবিটির স্বীকৃতি দেয় নাসা। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থার ওয়েবসাইটে ‘পিকচার অব দ্য ডে’ হিসেবে পোস্ট করা হয় ওই ছবি। আর সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় শয়তানের শিং।