বুধবার মধ্যরাতে তামিলনাড়ুতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিভার’

Looks like you've blocked notifications!
ভারতের তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলে বুধবার মধ্যরাতে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘নিভার’। ছবি : রয়টার্স

ভারতের দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘নিভার’ বুধবার মধ্যরাতে তামিলনাড়ুর মামাল্লাপুরম এবং পুদুচেরির কারাইকলের মাঝামাঝি আঘাত হানতে পারে।

আবহাওয়া অফিসের বরাত দিয়ে এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, ‘ঘূর্ণিঝড় নিভার’-এর প্রভাবে অতিভারি বৃষ্টি হতে পারে এবং ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, যা ১৪৫ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।’

উইন্ডি ডটকমের আবহাওয়া চিত্রে দেখা যায়, ঘূর্ণিঝড়ের প্রভাব এরই মধ্যে পড়তে শুরু করেছে তামিলনাড়ু উপকূলে। সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে। বাতাসের গতিবেগ বাড়ার সঙ্গে সঙ্গে সৈকতে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে।

পুদুচেরিতে স্থানীয় সময় বুধবার সকাল ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। জরুরি পণ্য ও সেবা নয় এমন দোকান ও প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে তামিলনাড়ু। আন্তজেলা বাস পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। বেশ কিছু ট্রেন বাতিল করা হয়েছে।

ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় উদ্ধারকাজ চালানোর জন্য এনডিআরএফের এক হাজার ২০০ সদস্য মোতায়েন করা হয়েছে। স্বেচ্ছাসেবীরাও উদ্ধারকাজ চালানোর প্রস্তুতি নিচ্ছে।