বুরকিনা ফাসোয় হামলায় ৪২ জন নিহত

Looks like you've blocked notifications!
বুরকিনা ফাসোতে সেনা ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের হামলা হয়েছে। রয়টার্সের ফাইল ছবি

বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় অন্তত ৩২ প্রতিরক্ষা স্বেচ্ছাসেবক ও ১০ সৈন্য নিহত হয়েছে। আহত হয়েছে ৩৩ জন। কর্মকর্তারা গতকাল রোববার (১৬ এপ্রিল) ওয়াহিগুয়া অঞ্চলে এ কথা জানিয়েছেন। খবর এএফপির।

ওয়াহিগুয়া গভর্নরের এক বিবৃতিতে বলা হয়েছে, অরেমা গ্রামের কাছে শনিবার স্থানীয় সময় বিকেল ৪টার দিকে অজ্ঞাত সশস্ত্র লোকেরা সৈন্য ও বেসামরিক স্বেচ্ছাসেবকদের একটি বিচ্ছিন্ন দলের ওপর হামলা চালায়।

সেনাবাহিনী বলছে, এ হামলায় আট সৈন্য ও ৩২ স্বেচ্ছাসেবক নিহত হয়েছে। এছাড়া পাল্টা হামলায় অন্তত ৫০ সন্ত্রাসী নিহত হয়েছে।

এদিকে, গতকাল রোববার কংগুসি অঞ্চলে সেনাবাহিনীর অপর এক বিচ্ছিন্ন দলের ওপর হামলায় দুই সৈন্য নিহত হয়েছে বলে একই সূত্র জানিয়েছে। এ সময়ে পাল্টা হামলায় প্রায় ২০ সন্ত্রাসী প্রাণ হারিয়েছে।

উল্লেখ্য, বুরকিনা ফাসোর সামরিক জান্তা গত বৃহস্পতিবার (১৩ এপ্রিল) আল কায়েদা ও ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে জড়িত জিহাদিদের রক্তাক্ত হামলা মোকাবিলায় সব ধরনের সহযোগিতা দেওয়ার লক্ষ্যে ‘সাধারণ সংহতি’ ঘোষণা করেছিল।