বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের পদত্যাগ

Looks like you've blocked notifications!
বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছবি : সংগৃহীত

চীনের সঙ্গে উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত টেরি ব্রানস্টাড পদত্যাগের ঘোষণা দিয়েছেন। আজ সোমবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, টেরি ব্রানস্টাডের পদত্যাগের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

টেরিকে সঠিকভাবে তাঁর দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানিয়ে টুইট বার্তায় পম্পেও বলেন, ‘চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হিসেবে তিন বছরেরও বেশি সময় সেবা করার জন্য টেরি ব্রানস্ট্যাডকে ধন্যবাদ জানাই।’

বেইজিংয়ে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এমন এক সময় পদত্যাগ করলেন যখন যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। টেরি দায়িত্ব পালনের প্রায় পুরো সময় ধরেই চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক বেশ টানাপড়েনের মধ্য দিয়েই গেছে।

টেরি মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়ার গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তাঁকে ২০১৭ সালে রাষ্ট্রদূত হিসেবে বেইজিংয়ে নিযুক্ত করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র কয়েক মাস আগে টেরির পদত্যাগের কারণ পরিষ্কার নয়। বেইজিংয়ের দূতাবাসও পম্পেওর এই ঘোষণার বিষয়ে কোনো মন্তব্য করেনি।