বেতন জটিলতা : ভারতে আইফোন কারখানায় ভাঙচুর, গ্রেপ্তার শতাধিক
ভারতের বেঙ্গালুরুতে একটি তাইওয়ানি প্রতিষ্ঠান পরিচালিত আইফোন কারখানায় ভাঙচুরের ঘটনায় সেখানকার শতাধিক কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। উইসট্রন ইনফোকম পরিচালিত কারখানাটির কর্মচারীদের অভিযোগ, চার মাস ধরে তাদের পুরো বেতন দেওয়া হচ্ছে না এবং জোরপূর্বক বাড়তি সময় কাজ করানো হচ্ছে। সংবাদমাধ্যম বিবিসির খবরে একথা জানানো হয়েছে।
কর্মচারীদের অসন্তোষের মধ্যে গত শনিবার রাতে একদল লোক কারখানার কর্মকর্তাদের কার্যালয় ভাঙচুর করে এবং গাড়িতে আগুন ধরিয়ে দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, রড দিয়ে আঘাত করে কারখানার সিসিটিভি ক্যামেরা ও গ্লাসের দেয়াল ভেঙে চুরমার করা হয়েছে এবং একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে।
তবে উইসট্রন বলছে, ‘তারা স্থানীয় শ্রম আইন মেনেই কার্যক্রম চালাচ্ছে।’ বার্তা সংস্থা এএফপিকে কোম্পানি কর্তৃপক্ষ জানায়, একদল বহিরাগত অজ্ঞাত কারণে ভাঙচুর চালিয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ ও অসন্তোষের বিষয়ে সরাসরি কোনো কথা বলেনি উইসট্রন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, গত শনিবার রাতের শিফটে প্রায় দুই হাজার কর্মী কারখানা থেকে বেরিয়ে গেলে সহিংসতার সূত্রপাত ঘটে।
কারখানাটিতে প্রায় ১৫ হাজার কর্মী কাজ করেন। যুক্তরাষ্ট্রের অ্যাপলের আইফোন প্রস্তুত করে উইসট্রন। তবে এ অ্যাপলের পক্ষ থেকে কোনো মন্তব্য পায়নি বিবিসি। তবে মার্কিন কোম্পানিটি বরাবরই বলে এসেছে যে তারা তাদের পণ্য সরবরাহকারী কারখানায় কর্মীদের সুযোগ সুবিধা ও কর্মপরিবেশের বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখে।
ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাজধানী শহর বেঙ্গালুরুতে বহু প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যালয় ও কারখানা রয়েছে। রাজ্যের উপমূখ্যমন্ত্রী সিএন অশ্বথনারায়ণ কারখানায় হামলার ঘটনাকে ‘উদ্দেশ্যপ্রণোদিত ও বিনা উসকানিতে হামলা’ আখ্যা দিয়ে এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দিয়েছেন তিনি।
ব্যবসার সুযোগ সুবিধা ভাল থাকায় মুম্বাইসহ ভারতের অন্যান্য শহরের অনেক প্রযুক্তি প্রতিষ্ঠান বেঙ্গালুরুতে চলে যাচ্ছে।