বেলারুশের আকাশ বয়কট নিয়ে ইইউ’র নিন্দায় রাশিয়া
ইউরোপের বিমান সংস্থাগুলোকে বেলারুশের আকাশ বয়কট করে চলার আহ্বান জানিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) একেবারেই দায়িত্বজ্ঞানহীন কাজ করেছে বলে নিন্দা জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা বলেছেন, এর ফলে যাত্রীদের নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে।
এর আগে বেলারুশের আকাশসীমা এড়িয়ে মস্কো যাওয়ার পরিকল্পনা করা ইউরোপের দুটি এয়ারলাইন্সের ফ্লাইট আটকে দিয়েছে রাশিয়া।
এয়ার ফ্রান্স ও অস্ট্রিয়ান এয়ারলাইন্সের পাঠানো ফ্লাইটগুলোর যাত্রাপথ পরিকল্পনা রাশিয়া প্রত্যাখ্যান করায় এয়ারলাইন্স দুটিকে শেষ পর্যন্ত তাদের ফ্লাইট বাতিল করতে হয়।
কয়েকদিন আগে বেলারুশের সরকার এক সাংবাদিককে ধরতে লিথুনিয়ার পথে থাকা রায়ানএয়ারের একটি যাত্রীবাহী উড়োজাহাজের গতিপথ ঘুরিয়ে সেটিকে জোর করে মিনস্কে নামানোর পর এর প্রতিবাদে ইউরোপের বেশ কয়েকটি এয়ারলাইন্স বেলারুশের আকাশসীমা এড়িয়ে চলার সিদ্ধান্ত নেয়।
বিবিসি জানায়, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এক ফেইসবুক পোস্টে ইইউ নেতাদের নিন্দা করে বলেছেন, ‘তারা একদিনের মধ্যে শত শত ফ্লাইটের গতিপথ বদলে দিয়ে তাদের নাগরিকদের বড় ধরনের সমস্যায় ফেলে দিয়েছেন।’