বেলারুশের ওপর ফের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত ইইউর
পোল্যান্ড-বেলারুশ সীমান্তে এখনও বহু অভিবাসনপ্রত্যাশী অপেক্ষা করছে। অবৈধভাবে অভিবাসনপ্রত্যাশীদের প্রবেশ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পোল্যান্ড। এই সংকট তৈরির জন্য শুরু থেকেই বেলারুশকে দায়ী করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এবার নতুন করে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি। খবর আল জাজিরার।
ইইউর শীর্ষ কূটনীতিক জোসেফ বোরেল বলেন, ইইউর অন্তর্ভুক্ত দেশগুলোর পররাষ্ট্র মন্ত্রীদের সম্মতিতে নিষেধাজ্ঞার একটি পঞ্চম প্যাকেজ প্রস্তুত হচ্ছে এবং আগামীতে এটি চূড়ান্ত হবে।
ইউরোপীয় ইউনিয়ন বলছে, বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে পূর্বের নিষেধাজ্ঞার কারণেই প্রতিশোধ নিতে অনুপ্রবেশের সুবিধা নিতে চায় তারা। তবে এ অভিযোগ অস্বীকার করেন বেলারুশ নেতা আলেকজান্ডার লুকাশেঙ্কো।
এদিকে, পোল্যান্ড, লিথুনিয়া ও লাতভিয়া বলছে, গত কয়েক মাসে বহু অভিবাসনপ্রত্যাশী তাদের দেশে প্রবেশের চেষ্টা করেছে। অনেক অভিবাসনপ্রত্যাশী আসছে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে।
সংকট সমাধানে স্থানীয় সময় সোমবার (১৫ নভেম্বর) জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে কথা বলেছেন। একই ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্সের এমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে কথা বলেন। যদিও এই সংকটের পেছনে রুশ প্রেসিডেন্টকে দায়ী করছে পোল্যান্ড সরকার।
পোল্যান্ডের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, বেলারুশ কর্তৃপক্ষের সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। বেলারুশ সীমান্তের দিকে অভিবাসনপ্রত্যাশীদের ঠেলে দেওয়ার অভিযোগ করে তিনি বলেন, এ সংকটের মাস্টারমাইন্ড মস্কো।