বৈঠক করবেন জো বাইডেন ও শি জিনপিং

Looks like you've blocked notifications!
২০১৩ সালে চীনের বেইজিংয়ের গ্রেট হলে যুক্তরাষ্ট্রের তৎকালীন ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনের (বামে) সঙ্গে হাত মেলান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ছবি : রয়টার্স

বিশ্বের শীর্ষ দুই নেতা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং খুব শিগগিরই ভার্চুয়াল বৈঠক করবেন। সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

তাইওয়ানকে একীভূত করতে চীনের ঘোষণা আর বেইজিংয়ের হাইপারসনিক পরমাণু অস্ত্রের পরীক্ষার কারণে এই বৈঠককে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তবে হিউস্টন ও চেংডুতে বন্ধ হয়ে যাওয়া দুই দেশের কনস্যুলেট খোলার বিষয়ে ওই বৈঠকে কোনো আলোচনা হওয়ার সম্ভাবনা নেই বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

জাতিসংঘের জলবায়ু পরিবর্তন শীর্ষক কপ-২৬ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ভার্চুয়ালি যোগ দেওয়ায় সামনাসামনি দেখা পাননি জো বাইডেন।

যুক্তরাজ্যের স্কটল্যান্ডের গ্লাসগো শহরে চলমান কপ-২৬ সম্মেলনে শি জিনপিং সশরীরে না যাওয়ায় সমালোচনাও করেছিলেন বাইডেন। তাই অমীমাংসিত সব বিষয়ে বর্তমান বিশ্বের শক্ত প্রতিদ্বন্দ্বী দুই দেশ চীন ও যুক্তরাষ্ট্রের শীর্ষ দুই নেতার বৈঠক ঘিরে তৈরি হয়েছে বাড়িত আগ্রহ।