‘বৈরুতে বিস্ফোরণের সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই’

Looks like you've blocked notifications!

লেবাননের রাজধানী বৈরুতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই বলে জানিয়েছে ইসরায়েল। এমনকি লেবাননকে মানবিক ও চিকিৎসা সহায়তা দেওয়ার জন্য প্রস্তুতির কথাও জানিয়েছে দেশটি।

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি বলেছেন, বৈরুতে বিস্ফোরণের ঘটনার সঙ্গে ইসরায়েলের কোনো সংশ্লিষ্টতা নেই। ইসরায়েল আন্তর্জাতিক সুরক্ষা এবং কূটনৈতিক চ্যানেলগুলোর মাধ্যমে লেবাননের সঙ্গে যোগাযোগ করেছে এবং লেবানন সরকারকে চিকিৎসা ও মানবিক সহায়তার প্রস্তাব দিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, গতকাল মঙ্গলবার বৈরুতে ওই বিস্ফোরণে অন্তত ১০০ জন নিহত ও চার হাজারের বেশি মানুষ আহত হয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বৈরুতের গভর্নর মারওয়ান অবুউদ জানিয়েছেন, ‘বিস্ফোরণে প্রায় তিন লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি। কর্তৃপক্ষ তাদের আশ্রয়, খাদ্য এবং পানি সরবরাহে কাজ করছে। ফায়ার সার্ভিসের ১০ সদস্য নিহত হয়েছেন। ক্ষয়ক্ষতি ৩ থেকে ৫০০ কোটি মার্কিন ডলার (প্রায় ৪৫ হাজার কোটি টাকা)। তার বেশিও হতে পারে।’

বিস্ফোরণের পর লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ প্রেসিডেন্ট মিশেল আউনের নেতৃত্বে জরুরি বৈঠকে বসে। বৈঠক শেষে এক বিবৃতির মাধ্যমে প্রেসিডেন্ট দুই সপ্তাহের রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেন এবং ১০ হাজার কোটি লেবাননি পাউন্ড সাহায্য হিসেবে বরাদ্দ দিয়েছেন।

লেবাননের সর্বোচ্চ প্রতিরক্ষা পরিষদ একটি কমিটি তদন্ত গঠন করেছে। এ কমিটি আগামী পাঁচ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট পেশ করবে। তদন্তে যারা দোষী সাব্যস্ত হবেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়ার সুপারিশ করা হয়েছে।