বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলের বিমান নির্মাণ সাময়িক বন্ধ ঘোষণা
২০২০ সালের জানুয়ারি থেকে বাণিজ্যিক বিমান নির্মাণ সংস্থা বোয়িং তাদের ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমান নির্মাণ সাময়িক বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, উৎপাদন শুরুর কিছুদিন পর থেকেই বিতর্ক শুরু হয় বোয়িং ৭৩৭ ম্যাক্স মডেলটি নিয়ে। তবে গত নয় মাসে দুটি বড় দুর্ঘটনায় তিন শতাধিক মানুষের প্রাণহানির পর এমন সিদ্ধান্ত নিয়েছে বোয়িং, এমনটাই মনে করা হচ্ছে।
লায়ন এয়ারলাইনসের ব্যবহৃত ৭৩৭ ম্যাক্স মডেলের একটি বিমান ২০১৮ সালের অক্টোবরে জাভা সাগরে বিধ্বস্ত হলে ১৮৯ আরোহী প্রাণ হারান। ইথিওপিয়ান এয়ারলাইনসে ব্যবহৃত একই মডেলের আরেকটি বিমান চলতি বছর মার্চে বিধ্বস্ত হলে মারা যান ১৫৭ জন।
বোয়িং বলছে, ২০২০ সালের শেষ নাগাদ কিছু সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আবারও আকাশে যাত্রী নিয়ে উড়বে বোয়িং ৭৩৭ ম্যাক্স।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ওয়াশিংটনের সিয়াটলভিত্তিক বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং যুক্তরাষ্ট্রের বৃহৎ রপ্তানিকারকদের মধ্যে একটি। এক বিবৃতিতে বোয়িং কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৩৭ ম্যাক্স তৈরির সঙ্গে সংশ্লিষ্ট কর্মীদের এখনই ছাঁটাই করা হচ্ছে না। তবে পণ্য সরবরাহ ও বৃহত্তর পরিসরে অর্থনীতিতে ৭৩৭ ম্যাক্স সিরিজের বিমান নির্মাণ বন্ধের প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।