ব্রাজিলকে টপকে করোনার সংক্রমণে বিশ্বে দ্বিতীয় ভারত

Looks like you've blocked notifications!
ভারতে ২৪ ঘণ্টায় এক লাখ ৬৮ হাজারের বেশি মানুষের করোনা ধরা পড়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবি : সংগৃহীত

একদিনে সর্বাধিক এক লাখ ৬৮ হাজার ৯১২ জনের কোভিড-১৯ পজিটিভের কথা জানিয়েছে ভারত। আজ সোমবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এর মধ্য দিয়ে ব্রাজিলকে পেছনে ফেলে বিশ্বে করোনার সংক্রমণের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে চলে গেল ভারত। বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে।

ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে এক কোটি ৩৫ লাখ ২৭ হাজার ৭১৭ জন। অন্যদিকে ব্রাজিলে এ পর্যন্ত এক কোটি ৩৪ লাখ ৮২ হাজার ৫৪৩ জনের করোনা ধরা পড়েছে। সর্বোচ্চ আক্রান্ত যুক্তরাষ্ট্রে। দেশটির তিন কোটি ১৯ লাখের বেশি মানুষ এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে।

ভারতে গত ২৪ ঘণ্টায় করোনায় ৯০৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো এক লাখ ৭০ হাজার ২০৯ জনে। ভারতের তিন রাজ্য মহারাষ্ট্র, পাঞ্জাব আর ছত্তিশগড়ে সবচেয়ে বেশি করোনার সংক্রমণ হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

অন্যদিকে ব্রাজিলে তিন লাখ ৫৩ হাজারের বেশি মানুষ করোনায় মারা গেছে। আর যুক্তরাষ্ট্রে এই মহামারিতে এখন পর্যন্ত পাঁচ লাখ ৭৫ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।

বিশ্বখ্যাত পরিসংখ্যান সাইট ওয়ার্ল্ডোমিটার এসব তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ডোমিটারের মতে এ পর্যন্ত বিশ্বব্যাপী করোনায় ২৯ লাখ ৪৯ হাজার ৪০৯ জনের মৃত্যু হয়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৬৬ লাখ ছাড়িয়েছে।