ব্রাজিলে একদিনে করোনায় ১১২০ মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/27/brazil_corona_0.png)
ব্রাজিলে একদিনে করোনায় রেকর্ডসংখ্যক মৃত্যু হয়েছে। দেশটির স্বাস্থ্য দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় এক হাজার ১২০ জনের মৃত্যু হয়েছে।
ব্রাজিলে করোনায় মোট মৃত্যু ২৪ হাজার ৫৯৩ জনে দাঁড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত তিন লাখ ৯৪ হাজার ৫০৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হতে পেরেছে এক লাখ ৫৮ হাজার ৫৯৩ জন।
এদিকে, ব্রাজিলে করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সমালোচনার সম্মুখীন হচ্ছেন দেশটির প্রেসিডেন্ট জয়ের বলসোনারো। করোনায় মৃত্যুর দায় নিতে অস্বীকার করে তিনি দোষ চাপিয়ে দিচ্ছেন বিভিন্ন মেয়র, গভর্নর ও বিদায়ী স্বাস্থ্যমন্ত্রীর ওপর। এ ছাড়া তিনি তাঁর প্রশাসনকে অস্থিতিশীল করার জন্য সংবাদমাধ্যমকে দোষারোপ করে চলেছেন।
প্রেসিডেন্ট বলসোনারো করোনা সংকটের হুমকিকে এখনো প্রত্যাখ্যান করে চলেছেন। এই মহামারিকে ‘লিটল ফ্লু’ হিসেবে আখ্যা দিয়ে তিনি ব্যবসা-বাণিজ্য পুনরায় খুলে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে বিশ্বে করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগে তিন লাখ ৫২ হাজার ২৬৫ জন মারা গেছেন। মোট আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৭ হাজার ৮৭৭ জন। পরিসংখ্যানভিত্তিক সাইট ওয়ার্ল্ডোমিটার তাদের করোনা আপডেটে এসব তথ্য দিয়েছে।