ব্রাজিলে একদিনে ২৬ হাজার ৪১৭ জনের করোনা শনাক্ত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/29/nprrhd.jpg)
ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ৪১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ব্রাজিলে এটি একদিনে সর্বোচ্চ করোনায় আক্রান্তের সংখ্যা।
দেশটিতে একদিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন এক হাজার ১৫৬ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৬ হাজার ৭৬৪ জন। এ ছাড়া এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চার লাখ ৩৮ হাজার ৮১২ জন।
করোনায় সর্বোচ্চ আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে রয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিল। এখন পর্যন্ত করোনাভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে।