ব্রাজিলে করোনায় একদিনে সর্বাধিক ১১৭৯ জনের মৃত্যু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/05/20/corona_brazil.jpg)
ব্রাজিলে গতকাল মঙ্গলবার একদিনেই করোনাভাইরাসে মৃত্যু হয়েছে এক হাজার ১৭৯ জনের। দেশটিতে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। পাশাপাশি এদিন করোনা শনাক্ত হয়েছে ১৭ হাজার ৪০৮ জনের শরীরে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এসব তথ্য প্রকাশ করেছে। ব্রাজিলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দুই লাখ ৭১ হাজার ৬২৮ জনের এবং মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৯৭১ জনের। সংবাদমাধ্যম আলজাজিরা এ খবর জানিয়েছে।
এর আগে গত ১২ মে ব্রাজিলে করোনায় দ্বিতীয় সর্বাধিক ৮৮১ জনের মৃত্যু হয়। মহামারি করোনায় দেশটিতে এ পর্যন্ত ১৭ হাজার ৯৭১ জন করোনাভাইরাসে প্রাণ হারিয়েছে। মোট আক্রান্তের দিক দিয়ে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার পরই রয়েছে ব্রাজিল।