ব্রাজিলে প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় হাজারো মানুষ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/06/22/brazil.jpg)
নভেল করোনাভাইরাসে আক্রান্তের ক্রমবর্ধমান সংখ্যা ব্রাজিলে দমাতে পারেনি আন্দোলন। দেশটির প্রেসিডেন্ট জাইর বলসোনারোর পদত্যাগ চেয়ে আন্দোলন চলছে দেশটিতে। হাজারো মানুষ জড়ো হয়ে রাস্তায় নেমেছে। এ সরকার বিরোধী আন্দোলনের মূল দাবি জাইর বলসোনারোর অভিশংসন। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ব্রাজিলের প্রসিডেন্ট জাইর বলসোনারোর বড় ছেলের সাবেক এক সহযোগী গ্রেপ্তার হয়েছেন দুর্নীতির অভিযোগে।
এরই মধ্যে যুক্তরাষ্ট্রের পর প্রথম দেশ হিসেবে করোনাজনিত কোভিড-১৯-সংক্রান্ত মৃত্যুর সংখ্যার দিক থেকে ৫০ হাজার ছাড়িয়ে গেছে ব্রাজিল।
ব্রাজিলে ১০ লাখ শনাক্তের সংখ্যা ছাড়িয়ে গেছে আগেই। বিশেষজ্ঞরা বলছেন, ব্রাজিলে এখনো সর্বোচ্চ সংক্রমণ বা পিক আসেনি।
এদিকে ২৪ ঘণ্টায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, এক লাখ ৮৩ হাজার মানুষের মধ্যে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব অনুযায়ী এটাই একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ।
বিশ্বজুড়ে ৮৯ লাখের বেশি মানুষের মধ্যে করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। যার মধ্যে ২২ লাখ যুক্তরাষ্ট্রে। দেশটিতে এক লাখ ২০ হাজার মানুষ করোনায় মারা গেছে।