ব্রিটিশ নাগরিকদেরও দ্রুত আফগানিস্তান ছাড়ার নির্দেশ

Looks like you've blocked notifications!
সংকটকালে নিরাপত্তার কথা মাথায় রেখে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিল ব্রিটেন। ছবি : রয়টার্স

তালেবান যোদ্ধারা একের পর এক শহর দখল করায় আফগানিস্তানে ক্রমেই পরিস্থিতির অবনতি হচ্ছে। মার্কিন সেনা দেশটি থেকে বিদায় নিতেই একের পর শহর দখল করছে তালেবানরা। এই সংকটকালে নিরাপত্তার কথা মাথায় রেখে নিজ দেশের নাগরিকদের আফগানিস্তান ছাড়ার নির্দেশ দিল ব্রিটেন। খবর ডয়েচে ভেলের।

গত শুক্রবার আফগানিস্তানে অবস্থানরত নিজেদের দেশের নাগরিকদের জন্য একটি ভ্রমণ নির্দেশিকা জারি করেছে ব্রিটেনের ফরেন, কমনওযেলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস। সেখানে বলা হয়েছে, সব ব্রিটিশ নাগরিকের কাছে আফগানিস্তান ছাড়ার আবেদন জানানো হচ্ছে। আফগানিস্তানে সন্ত্রাসবাদীরা হামলা চালাতে পারে। তাদের হামলার পদ্ধতি আরও জটিল হয়ে উঠছে। বিশেষ করে কাবুলে পশ্চিমের দেশগুলোর সঙ্গে জড়িত ব্যক্তি বা বস্তুর ওপর হামলা চালাতে পারে জঙ্গিরা। অপহরণের ভয়ও রয়েছে।

এ ছাড়া আফগানিস্তান ছাড়ার পরিকল্পনা নিশ্চিত করতে ব্রিটিশ নাগরিকদের কাবুলে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাসে যোগাযোগের জন্য বলা হয়েছে।

পররাষ্ট্র, কমনওয়েলথ এবং উন্নয়ন অফিস আফগানিস্তান ভ্রমণের বিরুদ্ধে পরামর্শ দিতে ওয়েবসাইট আপডেট করেছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘দেশটিতে সংকট আরও বাড়ছে। আপনি যদি এখনও আফগানিস্তানে থাকেন, তবে বিলম্ব না করে দ্রুত ত্যাগ করুন। কারণ নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হচ্ছে।’

এদিকে শনিবার যত দ্রুত সম্ভব মার্কিন নাগরিকদেরও আফগানিস্তান ত্যাগের নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।