ব্রিটিশ পার্লামেন্টে পর্নোগ্রাফি দেখার অভিযোগ
ব্রিটিশ পার্লামেন্ট হাউস অব কমন্সে বসে পর্নোগ্রাফি দেখার অভিযোগ উঠেছে যুক্তরাজ্যের একজন পার্লামেন্ট সদস্যের বিরুদ্ধে। ব্রিটিশ পার্লামেন্ট সদস্যদের একটি বৈঠকে এই অভিযোগ তোলা হয়। বৈঠকে বেশ কয়েকজন ব্রিটিশ নারী এমপি যৌন হয়রানির কথাও শোনান।
তবে অভিযুক্ত ওই ব্রিটিশ পার্লামেন্ট সদস্যের নাম এখনো প্রকাশ্যে আসেনি। তবে একজন নারী মন্ত্রী জানিয়েছেন, তিনি ওই পার্লামেন্ট সদস্যকে তার মোবাইল ফোনে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও দ্য টাইমসের প্রতিবেদনে জানানো হয়, গত সপ্তাহে এই ঘটনা ঘটে। একটি নির্বাচন কমিটির শুনানির সময় ঘটনাটি ঘটে।
ব্রিটিশ পার্লামেন্টের আরেকজন নারী পার্লামেন্ট সদস্য বলেছেন, তিনি ওই পার্লামেন্ট সদস্যকে অন্য সময়ে পর্নোগ্রাফি দেখতে দেখেছেন। তখন এটির একটি ছবি তোলার চেষ্টা করেছিলেন, কিন্তু তা করতে ব্যর্থ হন।
ব্রিটিশ কনজারভেটিভ পার্টি সদস্য পলিন ল্যাথাম বিবিসিকে বলেছেন, ওই বৈঠকে থাকা পার্লামেন্ট সদস্যরা এই ঘটনা শুনে বিস্মিত হয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে ওই পার্লামেন্ট সদস্যের তাঁর পদ হারাতে পারেন।