ব্রিটিশ পার্লামেন্ট চলবে ভিডিও কনফারেন্সে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2020/04/17/british.jpg)
আগামী সোমবার ব্রিটেনের পার্লামেন্টে অধিবেশন শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ ও প্রাণহানির কারণে নিয়মতান্ত্রিকভাবে অধিবেশন শুরুর ব্যাপারে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংসদ অধিবেশন শুরু করা যায় কি-না সে ব্যাপারে প্রশ্ন উঠলে বৃহস্পতিবার এর অনুমোদন দিয়েছে হাউস অব কমনস, খবর বিবিসি।
অনুমোদন দেওয়ার পর হাউস অব কমনসের পরিচালক বলেন, সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সাংসদরা মন্ত্রীদের প্রশ্ন করতে পারবেন। পার্লামেন্টের ৭০০ বছরের ইতিহাসে এটাই প্রথম ব্রিটিশ পার্লামেন্ট চলবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত অধিবেশনে সাংসদরা মন্ত্রীদের বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। বিশেষ করে কোভিড-১৯ মহামারি মোকাবিলায় মন্ত্রীদের পদক্ষেপ সম্পর্কে কথা বলা যাবে।
তবে এ ধরনের অধিবেশনে খুব বেশি সংসদীয় কার্যক্রম চালানো যাবে না। তাছাড়া এই অধিবেশনে বরিস জনসনের মন্ত্রিসভার কিছু সদস্যকে প্রশ্নের মুখেও পড়তে হবে। কারণ করোনা মোকাবিলায় জনসনের রক্ষণশীল দলকে সমালোচনার মুখে পড়তে হচ্ছে। নাগরিকরা সরকারের করোনা মোকাবিলা বিষয়ক কাজে সন্তুষ্ট নন।