ব্রিটিশ সরকারের ‘করোনা উপদেষ্টা’ করোনায় আক্রান্ত
ব্রিটিশ সরকারের ‘করোনাভাইরাস বিষয়ক উপদেষ্টা’ নেইল ফার্গুসন এবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন, খবর দ্য গার্ডিয়ান।
এক পোস্টে বুধবার ফার্গুসন জানান, গতকাল থেকে তাঁর শুকনো কাশি হচ্ছে। শারীরিক অবস্থা ভালো হলেও নিজ থেকেই তিনি আইসোলেশনে গেছেন। তবে আজকে থেকে প্রবল জ্বরে ভুগছেন তিনি।
ফার্গুসন বলেন, ‘গত কয়েক সপ্তাহে অনেক বৈঠকে অংশ নিয়েছি আমি। বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আসা আমার অনেক সহযোগী সরকারি সেসব বৈঠকে ছিলেন। তাদের মধ্যেও এমন উপসর্গ দেখা দিয়েছে।’
তবে সর্বশেষ ১২ ঘণ্টায় তাঁর মধ্যে কোনো ধরনের উপসর্গ দেখা যায়নি। ফলে সহযোগীদের থেকে ভাইরাস সংক্রমণ হয়েছে, এমনটা তিনি মনে করেন না।
যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনাভাইরাসে এক হাজার ৯৫০ জন আক্রান্ত হয়েছেন এবং তাঁদের মধ্যে ৭১ জনের মৃত্যু ঘটেছে। যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৩২৯ জন আর এর মধ্যে ১০৭ জন মারা গেছেন। দেশটির অনেক বড় কোম্পানি তাদের কর্মীদের বাড়িতে বসে কাজ করার নির্দেশনা দিয়েছে। পরিস্থিতির বর্ণনা দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, করোনা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রে জুলাই পর্যন্ত জরুরি অবস্থা জারি থাকতে পারে।
বিশ্বের ১৬৫টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় দুই লাখে। এক লাখ ৯৯ হাজার ৫৮৪ জন আক্রান্তের মধ্যে ৮১ হাজার ২৭১ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন সাত হাজার ৯৭১ জন, বাকিরা চিকিৎসাধীন। তবে চীনে আক্রান্তের সংখ্যা কমে এসেছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১৩ জন আক্রান্ত হয়েছেন বলে জানানো হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের পর অস্ট্রেলিয়ার একদল গবেষকও ভাইরাসটির প্রতিষেধক তৈরির ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন।