বড়দিনের শুভেচ্ছা জানালেন মিয়া খলিফা
আজ খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব। ক্রিসমাসের আনন্দে মেতে উঠেছে পুরো বিশ্ব। ঘরেবাইরে আলোকসজ্জা। আনন্দে মেতে উঠেছেন ক্রীড়া ধারাভাষ্যকার মিয়া খলিফাও। ভক্ত ও অনুরাগীদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন এ অন্তর্জাল তারকা।
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে লাল পোশাক পরে একাধিক ছবি শেয়ার দিয়েছেন মিয়া খলিফা। একটি ছবিতে দেখা যাচ্ছে, হাস্যোজ্জ্বল মিয়া। পাশে তাঁর বাগদত্তা রবার্ট স্যান্ডবার্গ। সঙ্গে ছিল তাঁদের আদুরে দুই পোষ্যও।
ক্যাপশনে মিয়া লিখেছেন, স্যান্ডবার্গ তোমাদের বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছে। মাত্র তিন ঘণ্টায় প্রায় আড়াই লাখ লাইক পড়েছে ছবিটিতে। তাঁকেও বড়দিনের শুভেচ্ছা জানাচ্ছেন অনুরাগীরা। ইনস্টাগ্রামে মিয়া খলিফার অনুসরণকারীর সংখ্যা ১৮.৪ মিলিয়ন। বোঝাই যাচ্ছে, আজও বিপুল জনপ্রিয় তিনি।
পর্ণ ইন্ডাস্ট্রি ছাড়ার পরও বিশ্বজুড়ে ব্যাপক জনপ্রিয় মিয়া খলিফা। এ তারকার কথায়, ২০১৪ ও ২০১৫ সালে মাত্র তিন মাস পর্ন ইন্ডাস্ট্রিতে কাজ করেছেন। আর এর মধ্য দিয়েই পর্নহাবের শীর্ষ তারকা বনে যান।
পর্ন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর অনেক কষ্ট সইতে হয়েছে মিয়া খলিফাকে। এখন তাঁর অনুভব, কিছু ভুল হয়ে যায় জীবনে, যা ‘ক্ষমার অযোগ্য’। মানুষ যখন তাঁকে ‘পোশাকের ভেতর দিয়ে’ দেখে, ‘খুব লজ্জা’ হয় তাঁর।
সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির ‘হার্ড টক’-এ স্টিফেন সাকুরের সঙ্গে আলাপচারিতায় এমনটাই বলেন সাবেক পর্ন তারকা মিয়া খলিফা। বলেন, সেখান থেকে কামিয়েছেন বাংলাদেশি মুদ্রায় ১০ লাখ টাকার মতো। মিয়া জানান, পর্ন ইন্ডাস্ট্রিতে যোগ দেওয়ার পর তাঁর পরিবারের সদস্য ও বন্ধুবান্ধব তাঁকে ছেড়ে চলে যান। নিঃসঙ্গ হয়ে পড়েছিলেন তিনি।
পর্ন দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে মিয়া খলিফা গ্রন্থাগারিক হিসেবে কাজ করা ছাড়া আরো বিভিন্ন কাজে নিজেকে ব্যস্ত রাখেন।
গত বছর প্রেমিক রবার্ট স্যান্ডবার্গের সঙ্গে আংটিবদল করেন মিয়া খলিফা। শিকাগোতে এই লেবানীয়-মার্কিন ক্রীড়া শো সঞ্চালক ও সাবেক পর্নস্টারকে প্রস্তাব দেন সুইডেনের রন্ধনশিল্পী রবার্ট। সামাজিক যোগাযোগমাধ্যমে বাগদানের খবর জানান দুজনই। নতুন বছরে বিয়ের পিঁড়িতে বসবেন তাঁরা।