বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা

Looks like you've blocked notifications!
ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা। ছবি : সংগৃহীত

ফেসবুকের মালিকানা কোম্পানি মেটা বড় ধরনের ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে দাবি করেছে, চলতি সপ্তাহে এই কর্মী ছাঁটাই হতে পারে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে।

রোববার ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি সপ্তাহে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের প্রস্তুতি নিচ্ছে মেটা। এতে কয়েক হাজার কর্মীর চাকরি চলে যেতে পারে। বিষয়টি সম্পর্কে অবগত সূত্রের বরাতে বলা হয়েছে, বুধবার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিতে পারে কোম্পানিটি।

তবে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে মেটা।

অক্টোবরে মেটা’র পূর্বাভাসে আগামী কয়েক মাস মুনাফা কমে যাওয়া এবং শেয়ারের মূল্য ৬৭ বিলিয়ন কমে যাওয়ার আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। চলতি বছরে কোম্পানিটি হাজার কোটি ডলার মূল্য হারিয়েছে।

এমন সময় কর্মী ছাঁটাইয়ের খবর সামনে এলো যখন বিশ্বের মন্থর অর্থনৈতিক প্রবৃদ্ধি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা এবং অ্যাপলের গোপনীয়তায় পরিবর্তন এবং মেটাভার্স প্রকল্পে ব্যাপক বিনিয়োগ এবং নজরদারির হুমকির কারণে আয় কমছে মেটার।

কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ বলেছেন, মেটাভার্স প্রকল্পে বিনিয়োগের ফল আসতে কয়েক দশক লাগতে পারে। এর আগে তাকে নতুন নিয়োগ বন্ধ করতে হবে, প্রকল্প বাতিল করতে হবে এবং ব্যয় কমাতে টিম পুনরায় সংগঠিত করতে হবে।

জুন মাসে কোম্পানিটি ইঞ্জিনিয়ার নিয়োগ অন্তত ৩০ শতাংশ কমানোর পরিকল্পনা করেছিল। জাকারবার্গ কর্মীদের অর্থনৈতিক মন্দার বিষয়ে সতর্ক করেছিলেন।