‘ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার চীনের নেই’
সীমান্তে ভারত-চীন উত্তেজনা শেষ হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। দুদিন আগে চীন জানিয়েছিল, তারা ভারত নিয়ন্ত্রিত অঞ্চল লাদাখ এবং অরুণাচল প্রদেশকে স্বীকার করে না। এবার বৃহস্পতিবার নয়াদিল্লি পাল্টা তোপ দেগে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, তাদের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার বেইজিংয়ের নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব গণমাধ্যমকে বলেন, ‘কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু, কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।’
শ্রীবাস্তব বলেন, ‘অরুণাচল প্রদেশের বিষয়েও আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্ট করা হয়েছে। অরুণাচল প্রদেশ ভারতের এক অবিচ্ছেদ্য ও অখণ্ড অংশ। এটি উচ্চ পর্যায়সহ বেশ কয়েকটি অনুষ্ঠানে চীনা পক্ষকে স্পষ্টভাবে জানানো হয়েছে।’
সোমবার সীমান্তবর্তী অঞ্চলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের প্রায় ৪৪টি সেতু উদ্বোধনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, ‘বেইজিং ভারতের দ্বারা অবৈধভাবে প্রতিষ্ঠিত কেন্দ্রশাসিত লাদাখ অঞ্চল এবং অরুণাচল প্রদেশকে স্বীকৃতি দেয় না।’