ভারতের কোভ্যাকসিনের সরবরাহ স্থগিত করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা
কোভিড-১৯-এর জন্য ভারত বায়োটেকের উৎপাদন করা কোভ্যাক্সিনের সরবরাহে স্থগিতাদেশ জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। মানোন্নয়ন এবং অন্যান্য ঘাটতি পূরণের সুযোগ দিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে, এ ভ্যাকসিন কার্যকরী এবং এটি নিয়ে উদ্বেগের কিছু নেই বলে জানিয়েছে সংস্থাটি।
সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে, কোভ্যাকসিন পেয়েছে—এমন দেশগুলোকে যথাযথ পদক্ষেপ নিতে বলেছে ডব্লিউএইচও। তবে, কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে ব্যাপারে পরিষ্কার করে কিছু বলেনি সংস্থাটি।
ডব্লিউএইচও’র তথ্য অনুযায়ী, ভ্যাকসিনটি কার্যকর এবং এতে উদ্বেগের কিছু নেই। তবে, এর রপ্তানির জন্য উৎপাদন স্থগিত করার কারণে সরবরাহে বিঘ্ন ঘটতে পারে।
হায়দরাবাদভিত্তিক ভারত বায়োটেক আজ রোববার এক বিবৃতিতে জানিয়েছে, কোভ্যাকসিনের কার্যকারিতা এবং এর নিরাপত্তা নিয়ে কোনো উদ্বেগ নেই। এরই মধ্যে লাখও মানুষ এ ভ্যাকসিন নিয়েছে। তাদের মধ্যে স্বাস্থ্যগত কোনো ঝুঁকি দেখা যায়নি।
ভারত বায়োটেক বলছে, সুবিধা বৃদ্ধির জন্য কো-ভ্যাকসিনের উৎপাদন কমিয়ে দেওয়া হয়েছে। সামনের দিনগুলোতে উৎপাদন প্রক্রিয়ার উন্নয়ন, প্রতিষ্ঠানের কর্মকাণ্ডের উন্নয়নের দিকে মনোনিবেশ করা হবে। প্রতিষ্ঠানের যে সমস্যাগুলো আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী সমাধান করা হবে।