ভারতের খামারে পাকিস্তানি পরিবারের ১১ সদস্যের লাশ
পাকিস্তানি অভিবাসী একটি হিন্দু পরিবারের ১১ সদস্যের লাশ মিলেছে ভারতের রাজস্থানের একটি খামারে। রোববার সকালে যোধপুর জেলার একটি খামার থেকে লাশগুলো উদ্ধার করে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, দেচু এলাকার লডটা গ্রামে বসবাস করায় ওই পরিবারের একজনকে জীবিত পাওয়া গেছে।
পুলিশ সুপার রাহুল বারহাট জানান, জীবিত ওই ব্যক্তি দাবি করেছেন, এ ঘটনা সম্পর্কে কোনো ধারণা নেই তাঁর।
পুলিশ সুপার বলেন, ‘আমরা এখনো মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারিনি। তবে আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, রাতে তাঁরা রাসায়নিক কিছু খেয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। ওই ঘরটিতে রাসায়নিকের গন্ধ পাওয়া গেছে।’
পরিবারের সব সদস্য ছিলেন পাকিস্তান থেকে আসা বিল সম্প্রদায়ের হিন্দু অভিবাসী। তাঁরা গ্রামের খামারটিতে বাস করতেন। ওই খামারটি তাঁরা ভাড়া নিয়েছিলেন।
পুলিশ বলছে, তাঁদের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি অথবা কোনো নির্যাতনের প্রমাণ মেলেনি।
তবে ঘটনাস্থল ঘিরে ফরেনসিক টিমের সদস্যরা কাজ করছে। পাশাপাশি চূড়ান্ত অনুমানের জন্য ডগ স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে।