ভারতের মহারাষ্ট্রে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ মাওবাদী নিহত

Looks like you've blocked notifications!

ভারতের মহারাষ্ট্র রাজ্যে পুলিশের সঙ্গে সংঘর্ষে ১৩ জন মাওবাদী নিহত হয়েছে। জানা গেছে, মহারাষ্ট্রের গড়চিরোলির এতাপল্লির জঙ্গলে ঘাঁটি স্থাপন করেছিল মাওবাদীরা। এ খবর পেয়ে অভিযান চালায় মহারাষ্ট্র পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে মহারাষ্ট্র পুলিশের সি-৬০ ইউনিট পুরো জঙ্গল ঘিরে ফেলে।

পুলিশের জঙ্গলে পৌঁছানোর খবর পেয়েই আক্রমণ শুরু করে মাওবাদীরা। শুরু হয় দুই পক্ষের মধ্যে গোলাগুলি।

ভারতীয় পুলিশের দাবি, প্রথম গুলিবর্ষণ শুরু করে মাওবাদীরা। সঙ্গে সঙ্গে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলেই ১৩ জন মাওবাদীর মৃত্যু হয়।

মহারাষ্ট্র পুলিশ বাহিনীর কেউ মারা যায়নি বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায়, মহারাষ্ট্রের গড়চিরোলি পুলিশের ডিআইজি সন্দীপ পাতিল জানান, শুক্রবার ভোর থেকে মহারাষ্ট্র পুলিশের সঙ্গে সংঘর্ষ শুরু হয় মাওবাদীদের। নিহত ১৩ জন মাওবাদীদের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাকি মাওবাদীদের ধরতে জঙ্গলজুড়ে শুরু হয়েছে চিরুনি অভিযান।

৩০০টি কার্তুজ, প্রেশার কুকার বোমা ও বেশকিছু মাওবাদী কাজকর্মের  নথি উদ্ধার করা হয়েছে।

এর আগে গত ২৯ মার্চ মহারাষ্ট্রের গড়চিরোলির জঙ্গলে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সে সময় দুজন নারীসহ মোট পাঁচজন মাওবাদী নিহত হয়।