ভারতের মহারাষ্ট্রে যাত্রীবাহী বাস খাদে পড়ে ১৩ জনের মৃত্যু

Looks like you've blocked notifications!
ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে দুর্ঘটনা কবলিত বাস থেকে হতাহতদের উদ্ধারে তৎপরতা। ছবি : ভিডিও ফুটেজ থেকে নেওয়া

আজ শনিবার (১৫ এপ্রিল) সকালে ভারতের মহারাষ্ট্রের রায়গড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী বাস রাস্তা থেকে খাদে পড়ে ১৩ জনের মৃত্যু হয়েছে।

শনিবার ভোর সাড়ে ৪টা নাগাদ  মহারাষ্ট্রের রায়গড়ের খাপোলি এলাকায় রাস্তা থেকে ২০০ ফুট গভীর খাদে পড়ে যায় একটি যাত্রীবাহী বাস। এই দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছেন ২৫ জন, যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে বাড়তে পারে মৃতের সংখ্যা।  আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সকালে  দুর্ঘটনার পরেই শুরু হয় উদ্ধারকাজ। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ বাহিনী। পুলিশ সুত্রে জানা গেছে, যাত্রীবাহী বাসটি  পুনে  থেকে মুম্বাই আসছিল।  বাসটিতে  ৪১  জন যাত্রী ছিল বলে জানা গেছে।

এদিন সকালে যখন দুর্ঘটনা ঘটে সেই সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান,  বাসটি মুম্বাই-পুনে ওল্ড হাইওয়ে ধরে আসার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ২০০ ফুট গভীরে পড়ে যায়। তবে বাসটি কিভাবে নিয়ন্ত্রণ হারাল তা তদন্ত করে দেখা হচ্ছে। বাসের চাকায় কোনো সমস্যা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।