ভারতের সঙ্গে ফ্লাইট বন্ধ করল অস্ট্রেলিয়া
ভারত থেকে সরাসরি যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ভারতে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ তীব্র রূপ ধারণ করায় অজি প্রশাসন উদ্যোগটি গ্রহণ করল। খবর টাইমস অব ইন্ডিয়ার।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেছেন, স্পষ্টত ঝুঁকির কারণে অন্তত ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। এর ফলে শীর্ষস্থানীয় ক্রিকেটারসহ হাজার হাজার অস্ট্রেলিয়ান আটকা পড়বে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির বরাতে জানা যায়, দেশটিতে ২৪ ঘণ্টায় তিন লাখ ২৩ হাজারের বেশি মানুষের দেহে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে টানা ষষ্ঠ দিন দেশটিতে তিন লাখের বেশি সংক্রমণ হলো।
জানা যায়, এর আগের দিনের তুলনায় গতকালের সংক্রমণ ৮ দশমিক ৪ শতাংশ কম। এ সময় মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। যা আগের দিনের দুই হাজার ৮৯১ থেকে কম।
আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৪ ঘণ্টায় ভারতে তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে দুই হাজার ৭৭১ জনের। ভারতে এখন পর্যন্ত করোনা রোগী শনাক্ত হয়েছে এক কোটি ৭৬ লাখ ৩৬ হাজার ৩০৭ জন। মারা গেছে এক লাখ ৯৭ হাজার ৮৯৪ জন।