ভারতের হোটেল-রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ নিষিদ্ধ

Looks like you've blocked notifications!
হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ আদায় নিষিদ্ধ করেছে ভারতের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। ছবি : সংগৃহীত

হোটেল–রেস্তোরাঁয় ‘সার্ভিস চার্জ’ আদায় নিষিদ্ধ করেছে ভারতের ভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ। সার্ভিস চার্জ দিতে গ্রাহকদের বাধ্য করার অনেক অভিযোগের পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।  খবর বিবিসির।

সার্ভিস চার্জের নামে ভারতীয় রেস্তোরাঁগুলোয় ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তি অর্থ আদায় করা হতো। কিন্তু, নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকদের বিলে রেস্তোরাঁগুলো কোনোভাবেই সার্ভিস চার্জ নিতে পারবে না।

নতুন নির্দেশনায় আরও বলা হয়েছে, রেস্তোরাঁগুলোতে ক্রেতাদের কাছ থেকে কোনো নামে বাড়তি বকশিশ নেওয়া যাবে না। যাঁরা বকশিশ দিতে চাইবেন না, তাঁদের রেস্তোরাঁয় আসতে বাধা দেওয়া যাবে না।

রেস্তোরাঁগুলোয় বকশিশ দেওয়া নিয়ে কয়েক বছর ধরে ভারতে আলোচনা চলছিল। গ্রাহকেরা অভিযোগ তুলেছিলেন, তাঁদের কাছ থেকে যে বাড়তি অর্থ আদায় করা হবে, তা আগে থেকে জানানো হয় না।

২০১৭ সালে ভারতের কেন্দ্রীয় সরকারের ভোক্তা অধিকার বিভাগ একটি নির্দেশনা জারি করে। তাতে বলা হয়, গ্রাহকেরা মেনু কার্ডের পণ্যের দাম ও সরকারি শুল্ক ছাড়া বাড়তি কোনো অর্থ পরিশোধ করবেন না।

ভোক্তা অধিকার বিভাগ বলছে, বকশিশ দেবেন কি না, সেটা গ্রাহকের ইচ্ছা–অনিচ্ছার বিষয়। অনুমতি ছাড়া বাড়তি মূল্য পরিশোধে গ্রাহকদের বাধ্য করাটা ‘বেআইনি ব্যবসায়িক কর্মকাণ্ডের শামিল।’

এসব না করে বরং কর্মীদের ন্যায্য বেতন ও পণ্যের দাম বাড়ানোর উপায় বাতলে দিয়েছে ভারত সরকার।