ভারতে একদিনে তিন মাসের সর্বোচ্চ করোনা শনাক্ত

Looks like you've blocked notifications!
ভারতে করোনার সংক্রমণ বেড়েছে। ছবি : সংগৃহীত

ভারতে গত একদিনে ৮ হাজার ৩২৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনায় মৃত্যু হয়েছে ১০ জনের। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া আজ শনিবার এ তথ্য দিয়েছে।

বর্তমানে ভারতজুড়ে করোনা শনাক্ত ৪০ হাজার ৩০৭ জন রোগী রয়েছে।

দিল্লিতে একদিনে নতুন করে ৭৯৫ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কেউ মারা যায়নি।

যদিও ভারতের বিশেষজ্ঞেরা এই সংক্রমণ বৃদ্ধিতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে বলেছেন, প্রথমত, আমরা নতুন কোনো ভ্যারিয়্যান্ট পাইনি। ওমিক্রনের সাব-লাইনেজগুলোর তুলনায় বর্তমানে ভারতে বিএ.৪, বিএ.৫ এবং বিএ.২, এই তিনটি ভ্যারিয়্যান্ট উচ্চ সংক্রমণ ক্ষমতাসম্পন্ন। তবে বড় শহরগুলোতে সংক্রমণের চাপ ততটা বেশি নয়। এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই।’

এদিকে, বাংলাদেশেও করোনা সংক্রমণ বাড়ছে। গত টানা দশদিন ধরে এ সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছেই। বাড়তে বাড়তে শুক্র থেকে শনিবার নতুন শনাক্ত হয়েছে ৭১ জন। যদিও মাসের প্রথম ১১ দিনে এখনও কারও মৃত্যু হয়নি।