ভারতে এবার নতুন আতঙ্ক ‘গ্রিন ফাঙ্গাস’
ভারতে মহামারি করোনার প্রাদুর্ভাবের মধ্যে ব্ল্যাক, হোয়াইট ও ইয়েলো ফাঙ্গাস আতঙ্ক ছড়াচ্ছে। এর মধ্যেই দেশটিতে নতুন আতঙ্কের নাম ‘গ্রিন ফাঙ্গাস’। মধ্যপ্রদেশে এক ব্যক্তির শরীরে নতুন এই গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়েছে। কিছুদিন আগে তিনি করোনা থেকে সেরে উঠেছিলেন।
সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, চিকিৎসকরা মনে করছেন ভারতে গ্রিন ফাঙ্গাস শনাক্ত হওয়ার ঘটনা এটিই প্রথম। শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসের বক্ষব্যাধি বিভাগের প্রধান রবি দোশী জানান, চিকিৎসা পরিভাষায় এই রোগের নাম অ্যাসপারগিলোসিস। এই অ্যাসপারগিলোসিস বা গ্রিন ফাঙ্গাস সম্পর্কে আরও গবেষণা করা দরকার।
অ্যাসপারগিলোসিস একটি তুলনামূলক অস্বাভাবিক সংক্রমণ এবং এটি ফুসফুসে আক্রমণ করে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মধ্যপ্রদেশের ওই ব্যক্তির শরীরে গ্রিন ফাঙ্গাসের উপস্থিতি পাওয়ার পরপরই এ নিয়ে গবেষণা শুরু হয়েছে।
৩৪ বছর বয়সী গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত এই রোগী দুই মাস ধরে কোভিডের সঙ্গে লড়াই করেছিলেন। নাক দিয়ে রক্ত পড়া ও জ্বরে আক্রান্ত এই রোগী মারাত্মক ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়েছেন বলে আশঙ্কা করা হয়েছিল। কিন্তু পরীক্ষার পর গ্রিন ফাঙ্গাস শনাক্ত হয়।
ডা. রবি দোশী বলেন, ‘এই রোগী দুই মাস ধরে কোভিডের চিকিৎসা নিয়েছেন। তারপর তিনি হাসপাতাল ছেড়ে বাসায় যান এবং ১০ থেকে ১৫ দিন ধরে নাক দিয়ে রক্ত পড়া ও জ্বরে আক্রান্ত হন। তখন তিনি আবার পরীক্ষা করাতে আসেন এবং আমরা তাঁর গ্রিন ফাঙ্গাস শনাক্ত করেছি।’
এই চিকিৎসক জানান, গ্রিন ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীর চিকিৎসা থেকে আলাদা হবে। তিনি আরও যোগ করেন, বিভিন্ন ধরনের ভাইরাসের ‘কালার কোডিং’ করতে হবে।