ভারতে বকেয়া মজুরি চাওয়ায় হাত কেটে ফেলার অভিযোগ

Looks like you've blocked notifications!
বকেয়া মজুরি চাওয়ায় ৪৫ বছর বয়সী এক শ্রমিকের হাত কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর মালিকের বিরুদ্ধে। ছবি : সংগৃহীত

বকেয়া মজুরি চাওয়ায় ৪৫ বছর বয়সী এক শ্রমিকের হাত কেটে ফেলার অভিযোগ উঠেছে তাঁর মালিকের বিরুদ্ধে। বকেয়া মজুরি চাওয়ায় ওই শ্রমিকের ওপর ক্ষিপ্ত হন মালিক। এরপর তাঁর হাত কেটে ফেলার ঘটনা ঘটে।

আজ রোববার সরকারি একজন কর্মকর্তা বলেছেন, ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশে। রেওয়া জেলা থেকে ৪০ কিলোমিটার দূরের সিরমাউর থানার অন্তর্গত দোলমাউ গ্রামে ঘটনাটি ঘটে। খবর আউটলুক ইন্ডিয়ার।

এ ঘটনায় এরই মধ্যে তিনজনকে আটক করেছে পুলিশ। জানা গেছে, অশোক সাকিটের হাত কেটে ফেলার ঘটনা ঘটেছে। দোলমাউ গ্রামে গণেশ মিশ্রর অধীনে কাজ করতেন তিনি।

এএসপি শিব কুমার ভর্মা বলেছেন, দিনের পর দিন মজুরি বকেয়া রাখছিলেন গণেশ। সেটা চাইতে গিয়ে তোপের মুখে পড়েন অশোক।

জানা গেছে, অশোকের বাড়ি পাদ্রি গ্রামে। বকেয়া মজুরির বিষয়টি নিয়ে সুরাহার জন্য অশোকের সঙ্গে গতকাল শনিবার আরেকজন এসেছিলেন গণেশের কাছে। ওই সময় উত্তপ্ত বাক্য বিনিময় হয় তাদের মধ্যে। একপর্যায়ে গণেশ ও অন্যরা ধারালো অস্ত্র দিয়ে অশোকের হাত কেটে ফেলেন।

এমনকি অশোকের কেটে ফেলা হাত লুকানোর চেষ্টা করেন অভিযুক্তরা। কিন্তু পুলিশ সেটি উদ্ধার করেছে।

পরে পুলিশ ওই শ্রমিককে সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে নিয়ে যায় এবং চিকিৎসকদের একটি দল অস্ত্রোপচারের পর কাটা হাতটি আবার জোড়া দেয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে আক্রান্তের অবস্থা এখনো আশঙ্কাজনক, জানান এএসপি শিব কুমার ভর্মা।