ভারতে বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ আগুন, ৬ জনের মৃত্যু
ভারতের তেলেঙ্গানা রাজ্যে একটি জলবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ আগুন লেগেছে। বৃহস্পতিবার গভীর রাতে রাজ্যের শ্রীশৈলম বিদ্যুৎকেন্দ্রে আগুনের এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ভেতরে আগুন লাগার কারণে কমপক্ষে ৯ জন আটকে পড়েন বলে আশঙ্কা করা হয়। সে আশঙ্কা সত্যি করে এরই মধ্যে ছয়জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। যদিও এর আগে অন্তত ১০ জনকে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়।
শ্রীশৈলম জলবিদ্যুৎ কেন্দ্র থেকে যে ১০ জনকে উদ্ধার করেছেন দমকলকর্মীরা, তাঁদের মধ্যে একজন ডিভিশনাল ম্যানেজারও ছিলেন। রাত সাড়ে ১০টা নাগাদ ওই আগুন লাগলেও প্রথমে কেউ তা টের পাননি, পরে আগুনে ছড়িয়ে পড়লে আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সকলে।