‘ভারত ছেড়ে লাখ লাখ মুসলিম পালাতে পারে’
ভারত ছেড়ে লাখ লাখ মুসলিম পালাতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব শরণার্থী ফোরামে মঙ্গলবার এক ভাষণে এ কথা বলেন তিনি।
ইমরান খান বলেন, ‘ভারতে নতুন নাগরিকত্ব আইন ও কাশ্মীরে কারফিউর কারণে মুসলিমরা পালাতে পারে এবং এভাবে একটি শরণার্থী সংকট তৈরি হতে পারে। যে সংকট ছাপিয়ে যেতে পারে অন্য সব সংকটকে।’
শরণার্থী সংকট নিয়েই নয়, বরং এ থেকে দুই পারমাণবিক শক্তিধর দেশের সংঘাতে জড়িয়ে পড়ার আশঙ্কা নিয়েও উদ্বিগ্ন বলে জানান ইমরান খান।
পাকিস্তান আরো শরণার্থীর জায়গা করে দিতে সক্ষম নয় জানিয়ে বিশ্বকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান খান।
ভারত সরকারের নাগরিকত্ব আইনের বিরুদ্ধে দেশটিতে উত্তাল বিক্ষোভ চলার মধ্যেই মুসলমানদের নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।