ভারত সফরে আসছেন ইভাঙ্কাও

Looks like you've blocked notifications!

আগামী সপ্তাহে দুই দিনের জন্য ভারত সফরে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে ট্রাম্পের সঙ্গে থাকবেন তাঁর মেয়ে ইভাঙ্কা ও জামাই জারেদ কুশনার।

ভারতীয় একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সরকারি ভাবে এখন পর্যন্ত কিছু জানানো না হলেও বিশেষ সূত্রে তেমনই খবর পাওয়া গেছে।

এছাড়া মার্কিন প্রেসিডেন্টের ভারত সফরে তাঁর সঙ্গে থাকবেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও ব্রায়েন, সেক্রেটারি অব দা ট্রেজারি স্টিভ নাচিন, কমার্স সেক্রেটারি উইলবার রস ও সেক্রেটারি অব এনার্জি ড্যান ব্রলিয়েট। তবে আসছেন না আমেরিকার বাণিজ্য প্রতিনিধি রবার্ট লাইটজার।

কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযুশ গয়ালের সঙ্গে একটি চুক্তি নিয়ে দর কষাকষি করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই চুক্তি ফরপ্রসু হয়নি।

৩৮ বছরের ইভাঙ্কা ও ৩৯ বছরের কুশনের দুজনেই মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উপদেষ্টা পদে নিয়োজিত। সোমবার অহমদাবাদে এসে পৌঁছনোর পর রোড শো করবেন ট্রাম্প। সেখান থেকে নব-নির্মিত সর্দার বল্লভ ভাই প্যাটেল স্টেডিয়ামে সাধারণ মানুষের সঙ্গে সাক্ষাৎ করবেন মোদি ও ট্রাম্প।

সেখান থেকে আগ্রা উড়ে যাবেন মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর পরিবার। তাজমহল দর্শন করে রাতেই দিল্লি ফিরবেন তাঁরা।