ভারত সফরে মাইক পম্পেও ও মার্ক এস্পার

Looks like you've blocked notifications!
ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। ছবি : সংগৃহীত

লাদাখ সীমান্তে চীন-ভারত উত্তেজনার মধ্যেই আজ সোমবার ভারত সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার। দুদিনের সফরে আজ বিকেলে তাঁরা নয়াদিল্লিতে পৌঁছেছেন।

ভারতের স্থানীয় মংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ও প্রতিরক্ষামন্ত্রী মার্ক এস্পার বৈঠকে বসবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রীর সঙ্গে। পাশাপাশি বৈঠক হবে দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গেও।

ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে আজ বৈঠক করার কথা রয়েছে তাঁদের।

বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা, প্রতিরক্ষা, সামরিক সহযোগিতা এবং অস্ত্র বাণিজ্য ইস্যুতে আলোচনা করা হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভারত শুধু নয়, দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যান্য দেশের জন্যও এই বৈঠক বেশ গুরুত্বপূর্ণ।