‘ভাষা মোদের ভালোবাসা’, মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট
আজ একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বাংলাদেশের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যজুড়ে মহাআড়ম্বরে পালন হচ্ছে এই স্মরণীয় দিন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শুভেচ্ছা জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করেছেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। মাতৃভাষার জন্য যাঁরা বীরের মতো লড়াই করেছেন, সে শহীদদের স্যালুট। ভারতে আজ ভাষার এ বহুত্ববাদকে উদ্যাপন করা প্রয়োজন। আমরা সব ভাষাকে ভালোবাসি, আমরা আমাদের মাতৃভাষাকে ভালোবাসি। ভাষা-মোদের ভালোবাসা। সবাইকে নিয়ে বাঁচার আশা।’
সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও সাড়ম্বরে পালন করা হয় একুশে ফেব্রুয়ারি। আজ সোমবার কলকাতার সিঁথির মোড়ে প্রভাতফেরিতে শামিল হন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অন্যদিকে, শান্তিনিকেতনে রঙিন আলপনায় সেজে উঠেছে বিভিন্ন রাস্তা। সাজানো হয়েছে বাংলাদেশ ভবন। তৈরি করা হয়েছে শহীদ বেদি। শান্তিনিকেতনের পূর্বপল্লির ছাত্রাবাস থেকে পদযাত্রা শুরু হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি...’ গাইতে গাইতে শিক্ষার্থীদের সঙ্গে পদযাত্রায় পা মেলান বিশ্বভারতীর শিক্ষকেরা।