ভুল করে নারীর ব্যাংক অ্যাকাউন্টে ঢুকল ৪ কোটি ডলার
ভুল করে ব্যাংক অ্যাকাউন্টে অর্থ প্রাপ্তির বিষয়টি নতুন কিছু নয়। অনেকের ক্ষেত্রেই এমনটি ঘটেছে। কিন্তু হুট করে যখন দেখবেন, আপনার অ্যাকাউন্টে হাজার-লাখ পেরিয়ে যুক্ত হয়েছে কোটি ডলার, তখন চোখ কপালে না উঠে উপায় নেই। এমনই একটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরের বাসিন্দা রুশ বেলুনের জীবনে। তাঁর অ্যাকাউন্টে ঢুকেছে প্রায় চার কোটি ডলার। রাতারাতি ‘ভার্চুয়াল মিলিয়নেয়ার’ হয়ে রীতিমতো হতভম্ব ওই নারী।
সংবাদ সংস্থা ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনাল গতকাল শুক্রবার জানায়, রাতারাতি ‘মিলিয়নিয়ার’ বনে যাওয়া রুশ বেলুন জানান, লেগ্যাসি টেক্সাস ব্যাংকে অ্যাকাউন্ট ব্যালেন্স দেখার জন্য গিয়েছিলেন তিনি। এর পর দেখেন, তাঁর অ্যাকাউন্টে যুক্ত হয়েছে তিন কোটি ৭২ লাখ ৩ হাজার ৩৩৭ ডলার, যা বাংলাদেশি টাকায় ৩১৫ কোটির টাকারও বেশি। নিজের চোখকে কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না রুশ বেলুন। বিষয়টি সঙ্গে সঙ্গে নিজের স্বামীকে জানান রুশ।
এত অর্থ যে নিজেদের নয়, তা অবশ্য টের পেয়েছিলেন রুশ। অনেকটা মজার ছলেই বলেন, ‘বাহ, আমরা তো এখন অনেক অর্থের মালিক।’
তবে ঘোর কাটতে না কাটতেই লেগ্যাসি টেক্সাস ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, ভুল করেই এত অর্থ রুশের অ্যাকাউন্টে যুক্ত হয়েছে। ব্যাংকের একজন প্রতিনিধি ভুল করে তাঁর অ্যাকাউন্ট নম্বর সংযুক্ত করেছিলেন। এরই মধ্যে এই ভুল সংশোধন করা হয়েছে বলেও জানায় ব্যাংক কর্তৃপক্ষ।
তবে বিষয়টি নিয়ে যারপরনাই রোমাঞ্চিত রুশ বেলুন। তিনি বলেন, ‘আমি একজন মিলিয়নিয়ার ছিলাম। এর প্রমাণ হিসেবে স্ক্রিনশটও নিয়ে রেখেছি। এটি একটি মনে রাখার মতো ঘটনা।’