ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৫ শিশুসহ ৪৫ অভিবাসীর মৃত্যু

Looks like you've blocked notifications!
ভূমধ্যসাগরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত

লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে যাওয়ার পথে ভূমধ্যসাগরে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় পাঁচ শিশুসহ ৪৫ জন অভিবাসীর মৃত্যু হয়েছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি গতকাল বুধবার এ খবর জানিয়েছে।

ইউএনএইচসিআর বলছে, ওই নৌকায় ৮০ জনেরও বেশি মানুষ ছিল। এর মধ্যে ৩৭ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করতে সক্ষম হন। তাঁরা মূলত সেনেগাল, মালি, চাঁদ ও ঘানার নাগরিক।

উদ্ধার হওয়া ব্যক্তিদের বরাত দিয়ে ইউএনএইচসিআর জানায়, লিবিয়ার জওয়ারা উপকূলে নৌকার ইঞ্জিন বিস্ফোরণ হলে নৌকাটি ডুবে যায়। এবং পাঁচ শিশুসহ ৪৫ জনের মৃত্যু হয়।

ইউএনএইচসিআর ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অভিবাসীদের জন্য কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে, কার্যকর উদ্ধার তৎপরতার ব্যবস্থা না থাকলে ভূমধ্যসাগরে আরো প্রাণহানির ঘটনা ঘটবে।

এদিকে চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে লিবিয়া থেকে ইউরোপে যাওয়ার সময় ৩০০ জনের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, মৃত্যুর প্রকৃত সংখ্যা আরো বেশি।