ভোটারদের দুবার করে ভোট দিতে বললেন ট্রাম্প

Looks like you've blocked notifications!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ভোটারদের দুবার করে ভোট দিতে বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে নর্থ ক্যারোলিনার ভোটারদের এই পরামর্শ দিয়েছেন তিনি।

রয়টার্স এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের এ পরামর্শ দেওয়ার কারণ হলো- নির্বাচনী প্রক্রিয়া, নিরাপত্তা ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কি না, তা যাচাই-বাছাই করা। কারণ, তিনি বোঝাতে চেয়েছেন, অধিবাসীরা দুইবার করে ভোট দিতে গেলেই বুঝতে পারবে নির্বাচন কী সুষ্ঠু হচ্ছে কি না।

ট্রাম্পের এমন পরামর্শে কঠোর সমালোচনা শুরু হয়েছে। বিশ্লেষকরা বলছেন, নর্থ ক্যারোলিনার অধিবাসীদের দুইবার ভোট দেওয়ার পরামর্শ দিয়ে পুরো দেশেই ভোট জালিয়াতির মতো অপরাধ উসকে দিচ্ছেন ট্রাম্প।

এদিকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেনের প্রতি সমর্থন জানিয়েছেন ৮১ জন নোবেল বিজয়ী। বুধবার এক খোলা চিঠিতে তাঁর প্রতি সমর্থন ব্যক্ত করেন নোবেল বিজয়ীরা। শুধু তাই নয়, শতাধিক রিপাবলিকান নেতাও ডেমোক্রেটিক পার্টির এ বর্ষীয়ান নেতার প্রতি সমর্থন জানিয়েছেন।